১০ বছর (Manmohan Singh) প্রধানমন্ত্রী। তার আগে নরসিংহ রাও মন্ত্রিসভার অর্থমন্ত্রী। দীর্ঘদিনের সাংসদ। সংসদ ভবনের সঙ্গে তাঁর সম্পর্ক সুদীর্ঘ।

সেই তিনি মনমোহন সিংকে (Manmohan Singh) সোমবার দেখে মন খারাপ হয়ে গেল সংসদ ভবনের কর্মীদেরও। এ ভাবে কখনও তাঁকে কেউ দেখেননি।

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সোমবার সংসদ ভবনে নিজের ভোট দিতে এসেছিলেন মনমোহন।

কিন্তু দেখা গেল হুইল চেয়ারে বসে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই চেয়ার ঠেলে নিয়ে যাচ্ছেন চার জন নিরাপত্তারক্ষী।

গোপন ব্যালটে নিজের ভোট দেওয়ার পর দেখা যায় বাক্সের সামনে হুইল চেয়ার থেকে তাঁকে ধরে দাঁড় করাচ্ছেন নিরাপত্তারক্ষীরা।

তারপর ওই বাক্সে ব্যালট পেপার ফেলেন ইউপি এ ও ২ সরকারের প্রধানমন্ত্রী।

উত্তরপ্রদেশে ক্রস ভোটিং অখিলেশের কাকার, মুলায়ম ভাই বললেন, ভোট দিয়েছি দ্রৌপদীকে।

মনমোহন সিংয়ের বয়স হয়েছে ৮৯ বছর। হৃদযন্ত্রে তাঁর অস্ত্রোপচার রয়েছে।

তাছাড়া কোভিড পর্বেও দু’বার তাঁকে বেশ কিছুদিন করে নয়াদিল্লির এইমসে ভর্তি থাকতে হয়েছিল।

সংসদের এক কর্মী সংবাদসংস্থা এএনআইকে বলেছেন, ‘স্যারকে এভাবে দেখে ভাল লাগল না। মনটা খারাপ হয়ে গেল। ঈশ্বরের কাছে তাঁর দীর্ঘায়ু কামনা করি।’

একাধিক কংগ্রেস নেতাও মনমোহনের হুইলচেয়ারে বসার ছবি টুইট করে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন।