রিষভ পন্থের (Rishabh pant) এযাবৎ টেস্টে পাঁচটি শতরান রয়েছে। অথচ এক দিনের ক্রিকেটে এত দিন শতরান ছিল না। রবিবার সেই আক্ষেপ মিটে গেল পন্থের। শুধু শতরানই করলেন না, দলকে জেতালেন এক দিনের সিরিজও। সেই সঙ্গে গড়ে ফেললেন দু’টি নজির। ছুঁলেন এবং পেরোলেন মহেন্দ্র সিংহ ধোনিকেও।
এযাবৎ রান তাড়া করার সময় ভারতীয় উইকেটকিপার হিসাবে শতরান করার নজির ছিল মহেন্দ্র সিংহ ধোনি এবং রাহুল দ্রাবিড়ের। এবার সেই তালিকাতে জুড়ে গেল পন্থের (Rishabh pant) নামও। ২০০৫-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন ধোনি। তার পরে চলে এলেন পন্থ, যিনি অপরাজিত ১২৫ করেছেন। এ ছাড়া ২০০২-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ১০৯ রানের নজির রয়েছে দ্রাবিড়ের।
আরও পড়ুন: Hardik Pandya: চার উইকেট নিয়ে কি বললেন হার্দিক
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় রান তাড়া করার সময় কোনও ভারতীয় উইকেটকিপার এত রান করেননি। এর আগে মেলবোর্নে ধোনির করা অপরাজিত ৮৭ রানই ছিল সর্বোচ্চ। প্রসঙ্গত, ম্যাচের পর পন্থ (Rishabh pant) বলেছেন, সারাজীবন এই ইনিংস মনে রাখবেন তিনি।