আবারও চমক ঋষভ পন্থের (Rishabh Pant)। এবার তিনি বিদেশের মাঠে ভারতীয় দলকে ওয়ান ডে সিরিজ় সিরিজ় জেতালেন। ১১৩ বলে ১২৫ রানে অপরাজিত থেকে পাঁচ উইকেটে দলকে জেতালেন তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান। মোট ১৬টি চার ও দু’টি ছয়ের সাহায্যে ইনিংস সাজান তিনি। ম্যাচ সেরার পুরস্কারও তুলে দেওয়া হয় তাঁর হাতে।

সুত্রের খবর, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে পন্থ (Rishabh pant) বলেন, ‘‘এই ইনিংস কখনও ভোলা সম্ভব নয়। মনে হয়, জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে এই ইনিংস। ব্যাট করার সময় আমি প্রত্যেক বলের উপরে নজর রাখছিলাম। দলকে চাপের মধ্যে থেকে বার করে আনার জন্য এ রকম একটি ইনিংস খেলা সত্যি ভাগ্যের।’’ যোগ করেন, ‘‘ব্যাট করতে নেমে এ রকম ইনিংস খেলার স্বপ্নই দেখি।’’

আরও পড়ুন: Virat Kohli: বাবর-কোহলী সম্পর্ক নিয়ে মুগ্ধ হরভজন

পাশাপাশি পন্থ (Rishabh pant) আরও বলেন, ‘‘এত ভালো পরিবেশে খেলতে ভালো লাগবেই। ইংল্যান্ডে খেলতে সব সময়ই উপভোগ করি। যত বেশি এ ধরনের ইনিংস খেলা যায়, ততই অভিজ্ঞতা বাড়ে। সেই সঙ্গে আত্মবিশ্বাসও।’’ বোলারদের প্রশংসা করতেও ভোলেননি পন্থ। তাঁর কথায়, ‘‘এত ভালো ব্যাটিং পিচে বোলাররা যে ভাবে বল করেছে, ওদের প্রশংসা নিঃসন্দেহে প্রাপ্য। সিরিজ়ের প্রত্যেকটি ম্যাচে ওরা ভালো বল করেছে।’’