ভিটামিন ই চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুলের বৃদ্ধিও ঘটায়।হাফ কাপ জোজোবা ওয়েলে (Jojoba oil) সঙ্গে দুই চামচ মধু এবং একটি ডিমের কুসুম ভালো করে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এই প্যাকটি চুল্র লাগিয়ে তা ২০ মিনিট রেখে দিন। এরপর কুসুম গরম পানি ফিয়ে ধুয়ে ফেলুন।

 

 

যদি খুশকির সমস্যা থাকে তাহলে সপ্তাহে দুদিন মাথার তালুতে ভাল করে জোজোবা অয়েল ম্যাসাজ করতে হবে। এতে তালুর রুক্ষভাব দূর হবে এবং আর্দ্রতা ফিরে আসবে। এছাড়া যেহেতু জোজোবা অয়েলে অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে, কাজেই খুশকির সঙ্গে অন্যান্য ফাঙ্গাল ইনফেকশনও দূর হবে।

 

রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি পাত্রে নারকেল তেল, জোজোবা অয়েল (Jojoba oil)ও অলিভ অয়েল মিশিয়ে নিন। ।তেলের ওই মিশ্রণকে প্রথমে ফুটিয়ে নিন। ফোটানোর সময় এতে কাঁচা আমলকির টুকরো ও কিছুটা লেবুর রস যোগ করুন। মৃদু উষ্ণ অবস্থায় চুলের গোড়ায় এই মিশ্রণ লাগান এক দিন অন্তর। সারা রাত মাথায় বেঁধে রাখুন।পরের দিন গরম জলে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। শ্যাম্পুর পর কন্ডিশনার লাগাতে ভুলবেন না।এই সহজ উপায় অবলম্বন করলেই চুলের রুক্ষতা তো সরবেই, সঙ্গে চুল মজবুতও হবে।

 

Image source-google