এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের কাছে বড় প্রত্যাশা করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আইসিসি প্রতিযোগিতায় এ বার কোহলীরা চ্যাম্পিয়ন হতে পারেন বলে মনে করছেন বিসিসিআই সভাপতি। পাশাপাশি আগামী মাসে শ্রীলঙ্কায় আয়োজিত এশিয়া কাপ নিয়েও মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান। এখনই কোনও সিদ্ধান্ত না নিয়ে তাঁরা অন্তত এক মাস অপেক্ষা করতে চান।
সুত্রের খবর, সৌরভ (Sourav Ganguly) এ বিষয়ে বলেন, ‘‘প্রতি বার কেউ আইসিসি প্রতিযোগিতা জেতে না। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ফাইনালে হেরেছিলাম। ২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনালে গিয়ে হেরেছিলাম। তার মানে আমরা খুব খারাপ খেলছি না।’’
আরও পড়ুন: Cristiano Ronaldo: পিএসজির আগ্রহ নেই রোনাল্ডোকে সই করাতে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ভারতই জিতবেন বলে আশা সৌরভের (Sourav Ganguly)। তিনি বলেন, ‘‘ভারত যখনই খেলতে নামে সবাই জেতার আশা করে। এ বারও সেটাই করবে। দলে দুর্দান্ত ক্রিকেটার রয়েছে। আশা করছি অস্ট্রেলিয়ায় ভারত জিতবে। তবে তার জন্য সবাইকে ভালো খেলতে হবে।’’