ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের ব্যাট করার ধরনে দেখা দিয়েছে বদল। প্রথম ওভার থেকে শেষ ওভার পর্যন্ত একই ভাবে খেলেছেন ভারতীয় ব্যাটাররা। রানের গতি কমেনি। তাঁরা ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান বলেই জানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এ ভাবে খেলতে গিয়ে কয়েকটি ম্যাচে হারলেও তাঁদের পরিকল্পনা বদলাবে না বলে জানিয়েছেন তিনি।
সুত্রের খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামার আগে রোহিত (Rohit Sharma) বলেন, ‘‘আমরা বেশ কয়েক দিন ধরে এই বিষয়ে পরিকল্পনা করছি। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাইছি। এ ভাবে খেলতে গিয়ে যদি কয়েকটা ম্যাচে হারতেও হয় তাতে ক্ষতি নেই। দল হিসাবে সেই হার আমাদের মেনে নিতে হবে।’’
আরও পড়ুন: India vs England 2022: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের
আর কয়েক মাস পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে ইংল্যান্ড সিরিজ থেকেই দল গোছানো শুরু করেছে রোহিতের (Rohit Sharma) ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের জন্য দলে মোট ২৩ জন ক্রিকেটারকে নেওয়া হয়েছে। প্রথম ম্যাচে ঈশান কিশন, দীপক হুডা, অর্শদীপ সিংহরা খেলেছেন। দ্বিতীয় ম্যাচে দলে ফিরেছেন বিরাট কোহলী, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা।