বিদেশ ফেরত এক ছাত্রের মাঙ্কি পক্স (Monkey Pox) হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। কয়েকদিন আগেই ছাত্রটি ইউরোপের একটি দেশ থেকে ফিরেছেন। তারপরেই পশ্চিম মেদিনীপুরের বছর তিরিশের ওই যুবককে গায়ে র‌্যাশ বেরোনো এবং অন্যান্য উপসর্গ নিয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা মনে করছেন বিদেশ ফেরত ঐ ছাত্রর মাঙ্কি পক্স (Monkey Pox) হতে পারে। এই সন্দেহেই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-তে। নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। বর্তমানে রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তার বাড়ির লোকেদের সতর্ক থাকতে বলা হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এক সংবাদমাধ্যমকে জানিয়েছে ছাত্রটি নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। যেহেতু ছাত্রটি বিদেশফেরত তাই সে ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নেওয়া হয়নি। উল্লেখ্য, রাজ্যে এই প্রথম মাঙ্কি পক্স (Monkey Pox) সন্দেহে কারোর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলো। সাথে পক্স এর মত দেখতে র‌্যাশের রসের নমুনাও পাঠানো হয়েছে।