হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের সমাপ্তি ভাষণে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখেও শোনা গেলো ‘বাংলার সন্ত্রাস’।এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলায় আমাদের কর্মীরা খুন হচ্ছেন। তারপরেও দেশের স্বার্থে দলের পতাকা হাতে এগিয়ে চলেছেন।’

 

প্রধানমন্ত্রী কেরল এবং তেলেঙ্গানা নিয়েও সরব হন। এই তিন রাজ্যের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই রাজ্যগুলিতে আমরা ক্ষমতায় নেই। কিন্তু আমাদের দলের অভিযান তাতে থেমে নেই। নেতা-কর্মীরা দারুন লড়াই করছেন।প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার সময় সংবাদমাধ্যমের থাকার অনুমতি ছিল না। মোদীর ভাষণ শেষে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর বক্তব্যের নির্যাস জানান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

 

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী এর আগেও একাধিকবার পশ্চিমঙ্গের রাজনৈতিক হিংসা নিয়ে সরব হয়েছিলেন। তবে ভোট পরবর্তী হিংসায় বাংলায় একের পর এক বিজেপি কর্মীর উপর হামলা হয় বলে অভিযোগ ওঠে। দলীয় অফিস তো বটেই, বিজেপি কর্মীর পরিবারের উপরেও হামলা চলে। কাঁকুড়গাছির বাসিন্দা বিজেপির কার্যকর্তা অভিজিত্‍ সরকারের হত্যাকাণ্ড থেকে মগরাহাট পশ্চিমের বিজেপি পার্থী মানস সাহার উপর আক্রমণ, একের পর এক অভিযোগ উঠে আসে।তবে শুধু ভোট পরবর্তী হিংসা নয়, একুশের ভোট শুরুর আগের সপ্তাহেও বাংলার বুকে বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, ‘খুন করে দড়িতে ঝুলিয়ে আত্মহত্যার রূপ দিতে চাইছে ওরা।’ তবে এই অভিযোগ মূলত শাসকদলের দিকেই উঠেছে।

 

আর এইসবের বিরুদ্ধেই এবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের সমাপ্তি ভাষণে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।’

 

আরো পড়ুন:Narendra Modi:’সমগ্র বিশ্বে শান্তির পরিবেশ তৈরি করবে যোগব্যায়াম’:প্রধানমন্ত্রী