ফের মেঘালয় সফরে যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

 

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আজ বুধবার মেঘালয়ে এসে দলের কর্মীদের নিয়ে একটি সভা করবেন অভিষেক।শিলংয়ে দলের নতুন রাজ্য দফতরের উদ্বোধন করবেন তিনি।মেঘালয়ে তৃণমূল নেতা- কর্মীদের নিয়ে বৈঠকের মূল আলোচ্য বিষয়, সংগঠনকে মজবুত করা।

 

তৃণমূল সূত্রে খবর,আজ সকাল সাড়ে ১১ টা নাগাদ শিলংয়ে উদ্বোধন হবে দলীয় কার্যালয়ের। সেখানে উপস্থিত থাকবেন তিনি। তার ঠিক ১ ঘণ্টা পরেই সেন্ট্রাল লাইব্রেরি অডিটোরিয়ামে দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

 

দলের তরফে জানানো হয়েছে, অভিষেক ছাড়াও দলীয় কর্মসূচিতে হাজির থাকবেন মেঘালয়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা মানসরঞ্জন ভুঁইয়া, মেঘালয় তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পিনগ্রপ, তৃণমূলের পরিষদীয় দলের নেতা মুকুল সাংমাও।

 

সম্প্রতি ত্রিপুরার ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভালো ফল না মিললেও, হাল ছাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।আর তাই আজ সংগঠনের শক্তি বাড়াতে মেঘালায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।উল্লেখ্য,মেঘালয়ের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা জোরকদমে কাজ করছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ওই সমস্যা মেটাতে চাইছেন। যেকারণেই একইদিনে নতুন পার্টি অফিস উদ্বোধনের পাশাপাশি কর্মী বৈঠক হচ্ছে।

 

আরো পড়ুন:Tripura:’মানুষ যা রায় দিয়েছে তা আমরা মাথা পেতে নিয়েছি’ ত্রিপুরার নির্বাচন নিয়ে মুখ খুললেন অভিষেক!