আর মাত্র তিন দিন পরই শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। তবে তার আগে রোহিত শর্মার (Rohit Sharma) করোনা হওয়ায় চিন্তায় রয়েছে ভারতীয় বোর্ড। সেই কারণে জৈবদুর্গ না থাকলেও বিরাট কোহলীদের বাইরে ঘুরতে যাওয়া, রেস্তরাঁয় খেতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল বিসিসিআই।
শনিবার জানা যায় করোনা আক্রান্ত রোহিত (Rohit Sharma)। ভারত সেই সময় লেস্টারশায়ারের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলছিল। সঙ্গে সঙ্গে রোহিতকে নিভৃতবাসে পাঠানো হয়। এই সিরিজে জৈবদুর্গ নেই। কিন্তু করোনা চলে যায়নি। বিরাটরা বাইরে ঘুরে বেড়ালে আরও ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণেই এমন নিষেধাজ্ঞা।
আরও পড়ুন: Phil Foden: অবৈধ সম্পর্ক ফাঁসে প্রেমিকার ক্ষোভের মুখে ফুটবলার
সুত্রের খবর, বিসিসিআই-এর এক কর্তা এই প্রসঙ্গে বলেন, “বেশ কিছু ক্রিকেটার বাইরে ঘুরে বেড়ানোয় বোর্ড বিরক্ত। তাঁদের সাবধানও করা হয়েছে। কেউ কেউ সমর্থকদের সঙ্গে ছবি তুলছেন। এটা সাংঘাতিক হতে পারে। ক্রিকেটারদের ঘরে থাকতে বলা হয়েছে, সব রকম সুরক্ষা ব্যবস্থা মেনে চলতে বলা হয়েছে।”