সবরকমের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিতালি রাজ। ফলে মহিলা ক্রিকেট দলে নতুন নেত্রী হয়েছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। মিতালির অবসরের পরে এই প্রথম প্রতিযোগিতায় নামতে চলেছে ভারতের মহিলা ক্রিকেট দল। নতুন অধিনায়ক হরমনপ্রীতের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু করতে চলেছে ভারত।
শ্রীলঙ্কায় হরমনপ্রীতরা (Harmanpreet Kaur) খেলবেন তিনটি এক দিনের ম্যাচ ও তিনটি টি২০ ম্যাচ। ২৩ জুন থেকে শুরু হবে সিরিজ। প্রথমে হবে টি২০। ডাম্বুলাতে ২৩ থেকে ২৭ জুন তিনটি টি২০ ম্যাচ হবে। তার পরে ১ থেকে ৭ জুলাই পাল্লেকেলেতে তিনটি এক দিনের ম্যাচ হবে। সিরিজ খেলতে ইতিমধ্যেই ১৯ জুন শ্রীলঙ্কা পৌঁছে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
আরও পড়ুন: Sunil Gavaskar: শিখর ধাবনকে নিয়ে কি বললেন সুনীল
এই সিরিজ খেলতে যাওয়ার আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণের কাছে প্রশিক্ষণ নিয়েছে ভারতীয় দল। ২৮ জুলাই থেকে শুরু কমনওয়েলথ গেমস, যেখানে মেয়েদের ক্রিকেট দলকে খেলতে দেখা যাবে। এই প্রতিযোগিতা জেতার লক্ষ্য নিয়েই শ্রীলঙ্কা সফরে নিজেদের তৈরি করে নিতে চান হরমনপ্রীত (Harmanpreet Kaur)।