ভারতীয় শিবিরে ফের করোনার হানা। আক্রান্ত হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ভারতীয় টেস্ট দলের সঙ্গে তিনি যেতেই পারেননি ইংল্যান্ডে। নিভৃতবাসে রয়েছেন ভারতীয় স্পিনার। এমনকি অনুশীলন ম্যাচে খেলতে না-ও পারেন তিনি।
ইতিমধ্যেই বিরাট কোহলী, রোহিত শর্মারা ইংল্যান্ডে অনুশীলন শুরু করে দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে কোচ রাহুল দ্রাবিড়, ঋষভ পন্থ এবং শ্রেয়স আয়ার সোমবার ইংল্যান্ড উড়ে গিয়েছেন। কিন্তু ভারতেই থেকে যেতে হয়েছে অশ্বিনকে (Ravichandran Ashwin)। ২৪ জুন থেকে লিস্টারশায়ারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলার কথা ভারতের। সেই ম্যাচে অশ্বিনের না খেলার সম্ভাবনাই বেশি।
আরও পড়ুন: IFA: এইএফএ-র নতুন সচিব অনির্বাণ দত্ত
সুত্রের খবর, বিসিসিআই সূত্রে সংবাদ সংস্থাকে বলা হয়, “করোনা আক্রান্ত হওয়ায় ইংল্যান্ড যেতে পারেননি অশ্বিন (Ravichandran Ashwin)। আমরা আশাবাদী, টেস্ট শুরু হওয়ার আগে সুস্থ হয়ে যাবেন তিনি। অনুশীলন ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কম।” গত বছর শুরু হওয়া এই টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলেনি ভারত। সে সময় ভারতীয় দলের একাধিক সদস্যের করোনা হওয়ায় সিরিজের শেষ ম্যাচ না খেলেই ভারত ইংল্যান্ড ছেড়েছিল।