নতুন অধিনায়ক হিসেবে খেলতে নেমেছিল ঋষভ পন্থ।প্রথম সিরিজ় জয় হয়তো করতে পারলেন না তিনি , কিন্তু হারতেও হল না তাঁকে। রবিবার বৃষ্টির কারণে বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচ ভেস্তে গেল। যে কারণে দ্বৈরথ শেষ হল ২-২ অবস্থায়। যুগ্মজয়ী হয়ে থাকল ভারত এবং দক্ষিণ আফ্রিকা।

সুত্রের খবর, ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঋষভ বলেন, ‘‘অবশ্যই একটু হতাশ লাগছে। কিন্তু এই সিরিজ় থেকে আমাদের অনেক ইতিবাচক প্রাপ্তিও আছে।’’ সেগুলে সম্পর্কে বলতে গিয়ে ঋষভ বলেন, ‘‘আমরা সিরিজ়ে ০-২ পিছিয়ে ছিলাম। সেখান থেকে দারুণ ভাবে ফিরে ২-২ করি। এই লড়াকু মানসিকতা, এই হার-না-মানা মনোভাবটাই আমাদের প্রাপ্তি। এতে দলের চারিত্রিক দৃঢ়তা ফুটে ওঠে।’’ (India vs South Africa)

আরও পড়ুন: Bhuvneshwar Kumar: তরুণ পেসারদের সাহায্য করতে চান ভুবনেশ্বর

ওই দিন ফের টস হারেন ঋষভ। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দু’উইকেট হারায় ভারত। ফিরে যান ঈশান কিশান এবং ঋতুরাজ গায়কোয়াড়। সে সময় ভারতের স্কোর ছিল ৩.৩ ওভারে দু’উইকেটে ২৮। দু’টো উইকেটই তুলে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার লুনগি এনগিডি। ওই সময় বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। যা আর শুরু করা যায়নি। (India vs South Africa)