সারা বাংলা দাবা সংস্থার নতুন সভাপতি হলেন গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া (Dibyendu Barua)। বৈঠকের পরে বাংলার প্রথম তথা ভারতের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টারকে এই নতুন দায়িত্ব দেওয়া হল। বাংলার দাবার দায়িত্ব পেয়ে দিব্যেন্দু জানালেন, বাংলার প্রতিটি ঘরে তিনি দাবাকে পৌঁছে দিতে চান।

শনিবার সারা বাংলা দাবা সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে। উপস্থিত ছিলেন ২০টি জেলার দাবা সংস্থার মোট ৪০ জন প্রতিনিধি। সেখানে সভাপতি নির্বাচিত হন দিব্যেন্দু (Dibyendu Barua)। তিনি দায়িত্ব সামলাবেন ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত।

আরও পড়ুন: Football : শহরের অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো মেগা ফুটবল ট্রায়াল

১৫ জনের ওই কমিটিতে দিব্যেন্দু (Dibyendu Barua) ছাড়াও রয়েছেন বাংলার আর এক গ্র্যান্ড মাস্টার সপ্তর্ষি রায়চৌধুরী। এই প্রথম কোনও রাজ্য দাবা সংস্থায় দু’জন গ্র্যান্ড মাস্টার জায়গা পেলেন। তা ছাড়া কমিটির পাঁচ জন সদস্য দাবা খেলেছেন জাতীয় স্তরে।