কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অগ্নিপথ (Agnipath) প্রকল্পের বিরোধিতায় অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সারা দেশ জুড়ে।এদিকে আজ দেশ জুড়ে ভারত বনধেরও ডাক দেওয়া হয়েছে।আর এইসবের মধ্যে অগ্নিবীরদের জন্য আজ বিরাট ঘোষণা করলো মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্র।

 

আজ সকালে একটি টুইটে আনন্দ লিখেছেন, ‘অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে যে হিংসাত্মক ঘটনা ঘটছে সেটা দুঃখজনক। গত বছর প্রকল্পটির প্রসঙ্গ উঠেছিল। তখনই বলেছিলাম, অগ্নিবীরদের শৃঙ্খলা এবং দক্ষতা অর্জনই তাঁদের বিশিষ্টভাবে নিয়োগযোগ্য করে তুলবে। মাহিন্দ্রা গ্রুপ এই ধরনের প্রশিক্ষিত, সক্ষম যুবকদের নিয়োগের সুযোগকে স্বাগত জানায়।’

 

অগ্নিপথ (Agnipath) প্রকল্পে নিয়োগ পাওয়া যুবকরা আগামী দিনে দেশের সম্পদ হয়ে উঠতে পারে বলে আশাবাদী আনন্দ মাহীন্দ্রা। তাঁর কথায়, ‘কর্পোরেট সেক্টরে অগ্নিবীরদের কাজের বড় সুযোগ হতে পারে। তাঁদের শক্তি, দলবদ্ধ কাজ এবং শারীরিক অনুশীলনের মতো গুণাবলী গুলি ইন্ডাস্ট্রির সহায়ক হবে।’

 

উল্লেখ্য, অগ্নিপথ (Agnipath) প্রকল্পকে ঘিরে যেভাবে অশান্তি বাড়ছে দেশজুড়ে, সেই আবহে দাঁড়িয়ে মাহিন্দ্রা গ্রুপের এই ঘোষণা যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ বলেই ওয়াকিবহাল মহলের দাবি।

 

আরো পড়ুন:Agnipath: অগ্নিপথ এর বিরোধিতায় দেশজুড়ে ভারত বনধ, ব্যাপক যানজট রাজধানীতে