সপ্তাহ দুয়েক আগেই ১৪তম ফরাসি ওপেন জিতেছেন রাফায়েল চান (Rafael Nadal)। চোটের সঙ্গে লড়াই করেছেন তিনি। ফরাসি ওপেন জেতার পরে নাদাল জানিয়েছিলেন, এই মাসের শেষে উইম্বলডনে তিনি নামতে পারবেন কি না জানেন না। তবে চেষ্টা করবেন। সেই চেষ্টার ফল মিলেছে। আগামী সপ্তাহেই লন্ডন যাচ্ছেন নাদাল।
নাদাল (Rafael Nadal) এখন রয়েছেন স্পেনে নিজের বাড়িতে। সুত্রের খবর, লন্ডন যাওয়ার আগে তিনি বলেছেন, ‘‘আমি উইম্বলডনে খেলতে চাই। সোমবার লন্ডন যাচ্ছি। উইম্বলডনে খেলার ইচ্ছা নিয়েই যাচ্ছি। ওখানে গিয়ে দেখব খেলতে পারি কি না। তিন বছর পরে ঘাসের কোর্টে নামার জন্য আমাকে তো কিছুটা অপেক্ষা করতেই হবে।’’
আরও পড়ুন: Rishabh Pant: পর পর চার ম্যাচে টস হেরে কি বললেন পন্থ
পাশাপাশি নাদাল (Rafael Nadal) আরও বলেছেন, ‘‘প্রতি দিন একটু করে ভাল হচ্ছি। চোট তো হঠাৎ করে সেরে যাবে না। তবে পরিবর্তন বোঝা যাচ্ছে। ব্যথা এখন কিছুটা কম। গত এক সপ্তাহের চিকিৎসা ও অনুশীলনের পর মনে হচ্ছে উইম্বলডনে নামার সম্ভাবনা রয়েছে। লন্ডনে গিয়ে একটি প্রদর্শনী ম্যাচ খেলব। এক সপ্তাহ অনুশীলন করব। তার পর দেখব উইম্বলডনে নামতে পারি কি না।’’