ভারত অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) পর পর চার ম্যাচ টসে হারলেন। আগের তিন ম্যাচে তিনি ডান হাতে টস করেছিলেন। তবে চতুর্থ ম্যাচে রাজকোটে বাঁ হাতে টস করলেন তিনি। তাতেও ভাগ্য বদল হল না। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে ভারতকে। তবে আপাতত জয়ের কথা ভাবছেন না পন্থ।
যে পদ্ধতিতে তাঁরা ক্রিকেট খেলছেন সেই পদ্ধতির দিকেই বেশি গুরুত্ব দিতে চান ভারত অধিনায়ক পান্থ (Rishabh Pant)। সুত্রের খবর, টসে হেরে পন্থ বলেন, ‘‘এই ম্যাচে আমাদের জিততেই হবে। কিন্তু এখন জয়ের কথা ভাবছি না। যে পদ্ধতিতে ক্রিকেট খেলছি সে দিকেই লক্ষ্য রাখতে চাই। মাঝের ওভারে আমাদের রানের গতি বাড়াতে হবে। সেটাই দলের সবাই মিলে করার চেষ্টা করছি। পদ্ধতি ঠিক থাকলে সাফল্য আসবে।’’
আরও পড়ুন: Jason Roy: ভাইয়ের বলে আউট দাদা জেসন!
পন্থ (Rishabh Pant) আরও বলেন, ‘‘আমরাও প্রথমে বল করতাম। কিন্তু টস আমাদের হাতে নেই। তাই মাঠে নেমে ভাল খেলার চেষ্টা করব।’’