বর্তমানে কয়লা পাচারকাণ্ড নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি।কয়লা পাচারকাণ্ডে বুধবার, দ্বিতীয়বার সওকত মোল্লাকে (Saokat Molla) তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সকাল সাড়ে ১০টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তাকে।
জানা যায় কয়লা পাচারকাণ্ডে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে ৯ জুন দ্বিতীয় নোটিশ দেয় সিবিআই। ১৫ জুন বুধবার নিজাম প্যালেসে তাঁকে তলব করা হয়েছে। এই নিয়ে দ্বিতীয় বার তাঁকে তলব করা হল। আগে শওকত মোল্লাকে এক বার নোটিশ দিয়েছিল সিবিআই, কিন্তু তিনি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার জন্য আসেননি বলে চিঠি দেন ও মেল করেন।
সিবিআই সূত্রে খবর, আসানসোল থেকে কয়লা দক্ষিণ ২৪ পরগনা, ক্যানিং ইটভাটা-সহ বিভিন্ন জায়গায় যেত কয়লা। ফলে শওকতের বিধানসভা এলাকার খবর তিনি জানতেন কিনা, সেটাই খতিয়ে দেখবে সিবিআই।
মূলত এর আগে এই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।মঙ্গলবার তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
আরো পড়ুন:Saokat Molla:সিবিআইয়ের দপ্তরের হাজিরা এড়ালেন এবার শওকত মোল্লা