টস হেরেছে বাংলা। ফলে টস হেরে বল করতে হচ্ছে বাংলাকে। আর তাতেই বিপদ হল বলে মনে করছেন কোচ অরুণ লাল (Arun Lal)। রঞ্জির সেমিফাইনালে মধ্যপ্রদেশ প্রথম দিনের শেষে ২৭১ রান তুলে ফেলেছে ৬ উইকেট হারিয়ে। বিপক্ষের তরুণ ব্যাটার অক্ষত রঘুবংশী অরুণ লালের প্রশংসা পেলেন।

সুত্রের খবর, অরুণ (Arun Lal) বলেন, “টস হেরে ক্ষতি হল। ব্যাটিংয়ের জন্য দারুণ উইকেট। ছেলেরা ভাল বল করেছে। ৯৭ রানে চার উইকেট তুলে নিয়েছিল। এর পরেই অক্ষত নেমে দারুণ ব্যাট করল। ওর সাহসী ইনিংস ম্যাচটাই খুলে দিল। শেষ সেশনে আমরা দু’টি উইকেট পেয়েছি। তাতেই ম্যাচে ফিরে এসেছি আমরা। বুধবার আরও ৫০ রানের মধ্যে ওদের ফিরিয়ে দিতে পারলে আমরা ম্যাচে এগিয়ে যাব।”

আরও পড়ুন: Trent Boult: বোলার বোল্টের ব্যাট হাতে নতুন নজির

পাশাপাশি অরুণ লাল (Arun Lal) আরও বলেন, “আমাদের এক জন স্পিনার দরকার ছিল প্রথম একাদশে। সায়নশেখর মণ্ডল গত ম্যাচে ভাল খেলেছিল। ও রানও করেছিল। সেই কারণে ওকে রেখেই দল গড়া হয়।”