আইপিএলের বাইশ গজে যতটা উত্তেজনা দেখা যায়, প্রায় সে রকমই মাঠের বাইরেও চলছে একটা লড়াই। তবে এখানে প্রতিপক্ষের সংখ্যা চার। এমনকি এই লড়াই শেষে দেখা যেতে পারে নতুন এক নজির। (IPL Media Rights)

রবিবার আইপিএলের মিডিয়া স্বত্বে (IPL Media Rights) নিলামের ছিল প্রথম দিন। আর প্রথম দিনই ভারতীয় উপমহাদেশে টিভি এবং ডিজিটাল স্বত্বের জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলল। সুত্রের খবর, ম্যাচ প্রতি দর ১০০ কোটি টাকা পেরিয়ে গিয়েছে। এমনকি দ্বিতীয় দিন সব মিলিয়ে আইপিএলের মিডিয়া স্বত্বের মূল্য ৫০ হাজার কোটি টাকা স্পর্শ করতে পারে বলে ওয়াকিবহাল মহলের খবর।

আরও পড়ুন: Rishabh Pant: নিজেদের হার নিয়ে কি বললেন পন্থ

এ দিনের নিলামে আইপিএলের মিডিয়া স্বত্ব (IPL Media Rights) কেনার দৌড়ে থাকা সাতটি সংস্থার মধ্যে চারটি – ভায়াকম ১৮, ডিজনি-স্টার, সোনি এবং জি-এর মধ্যে প্রায় সাত ঘণ্টা লড়াই চলল। ‘প্যাকেজ এ’ (ভারতে টিভি স্বত্ব) এবং ‘প্যাকেজ বি’ (ভারতে ডিজিটাল স্বত্ব)-এর জন্য নিলামে মোট দর উঠেছে প্রায় ৪২ হাজার কোটি টাকা এবং এখনও তা শেষ হয়নি। সোমবার বা মঙ্গলবার প্রকাশ হতে পারে নিলামের চূড়ান্ত ফলাফল।