হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) আবারও দেখা গিয়েছে জাতীয় দলের জার্সিতে। গুজরাত টাইটান্সকে এবারের আইপিএলে জেতানো ক্রিকেটার হার্দিক। তবে প্রথম ম্যাচেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। শেষ ওভারের পঞ্চম বলে সুযোগ থাকলেও রান নিতে চাননি তিনি। অথচ উল্টো দিকে ছিলেন দীনেশ কার্তিকের মতো ব্যাটার, যিনি সুযোগ পেলে হয়তো শেষ বলে চার-ছয় মেরে দলের রান আরও বাড়িয়ে দিতে পারতেন।কিন্তু হার্দিক করেন মাত্র দু’রান।
আর হার্দিকের (Hardik Pandya) এই কাণ্ডে চটেছেন সমর্থকরা। নেটমাধ্যমে এই নিয়ে কটাক্ষের ঝড় উঠেছে। তাঁদের দাবি, কার্তিক তো টেলএন্ডার নন। তা হলে রান নিতে কী অসুবিধা ছিল হার্দিকের? এমনকি সমালোচনার তালিকায় রয়েছেন প্রাক্তন ক্রিকেটাররাও।
আরও পড়ুন: Ishan Kishan: রোহিত-রাহুলকে নিয়ে বিতর্কিত মন্তব্য ঈশানের
সুত্রের খবর, আশিস নেহরা এক ওয়েবসাইটে বলেছেন, “হার্দিকের অবশ্যই খুচরো রান নেওয়া উচিত ছিল। আরে, উল্টো দিকে তো আমি ছিলাম না!”