শুক্রবার গুজরাটের নাভসারিতে নভসারির খুদভেল আদিবাসী অঞ্চলে প্রায় ৩০৫০ কোটি টাকার উন্নয়ন উদ্যোগের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, ‘কেন্দ্রীয় সরকার উন্নয়নের জন্য অবিরাম কাজ করছে।গত দুই দশকে রাজ্যের দ্রুত উন্নয়ন গুজরাটের গৌরব। গত ৮ বছরে সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্র অনুসরণ করে, কেন্দ্রীয় সরকার জনগণের কল্যাণে সর্বোচ্চ জোর দিয়েছে। আগে উপজাতিদের বসবাসের বনাঞ্চলে পৌঁছানোর জন্য টিকা দেওয়ার মতো প্রচারণার জন্য কয়েক মাস সময় লাগত কিন্তু এখন শহুরে অঞ্চলের সঙ্গে একই সাথে সেখানে তা প্রয়োগ করা হয়।’

 

এদিন কংগ্রেসকে বিঁধে নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, ‘যারা দীর্ঘ সময় ধরে দেশ শাসন করেছেন, তারা কখনই আদিবাসী এলাকার উন্নয়নে আগ্রহী হননি কারণ এটি কঠোর পরিশ্রমের প্রয়োজন।’

 

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার আগে মোদী গুজরাটের সবচেয়ে দীর্ঘতম মুখ্যমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন এবং তার মেয়াদ অক্টোবর ২০০১ থেকে মে ২০১৪ সাল পর্যন্ত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন গুজরাটে প্রায় ৩০৫০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

 

আরো পড়ুন:Narendra Modi:জনসমর্থ পোর্টালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী