প্রথম বার জাতীয় দলের অধিনায়ক ঋষভ পন্থ (Rishab Pant) টসে হেরে গেলেন। অন্যদিকে তেম্বা বাভুমা টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন। ফলে আগে ব্যাটিং করতে হবে পন্থদেরই।

রোহিত শর্মা রয়েছেন বিশ্রামে। আবার কেএল রাহুল সিরিজের আগের দিনই চোট পেলেন। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হঠাৎই নেতৃত্বের দায়িত্ব পেয়ে গিয়েছেন পন্থ (Rishab Pant)। রঞ্জি দল এবং দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

আরও পড়ুন: Mithali Raj: অবসর নিয়ে কি বিয়ের জন্য চাপে পড়লেন মিতালি

সুত্রের খবর, টসে হেরেও পন্থ (Rishab Pant) জানালেন, “ব্যাটিংয়ের জন্যে বেশ ভাল পিচ। প্রথমে ব্যাট করতে কোনও সমস্যা নেই আমার। তবে আমি টসে জিতলে আগে বোলিংই নিতাম।” অধিনায়কত্ব প্রসঙ্গে বললেন, “আমার ক্রিকেটজীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। দিল্লির ছেলে দিল্লির মাঠে অধিনায়কত্ব করছে, এর থেকে বড় কিছু আর হয় নাকি? আমাকে এই সুযোগ দেওয়ার জন্যে প্রত্যেককে ধন্যবাদ।”