মিতালি রাজ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ভারতীয় মহিলা দলে তাঁর দীর্ঘ দিনের সতীর্থ বাংলার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। প্রিয় বন্ধুর অবসরের কথা শুনে আবেগপ্রবণ ভারতীয় মহিলা দলের এই জোরে বোলার। শুধু সিনিয়র দলের হয়ে নয়, অনূর্ধ্ব ১৯ পর্যায় থেকেই ভারতীয় দলের সতীর্থ মিতালি এবং ঝুলন। ভারতীয় মহিলা ক্রিকেট দলে তাঁরাই ছিলেন সিনিয়রতম সদস্য। মিতালিকে ভারতীয় মহিলা ক্রিকেটের আসল ‘হিরো’ বলে অভিহিত করেছেন তিনি।
সুত্রের খবর, ঝুলন (Jhulan Goswami) নেটমাধ্যমে লিখেছেন, ‘ক্রিকেট মাঠে এবং জীবনে আমরা অনেক প্রতিকূলতা পার করেছি। অনূর্ধ্ব ১৯ পর্যায় থেকে এক সঙ্গে খেলছি। সতীর্থ এবং অধিনায়ক হিসেবে তোমার আবেগ, সমর্থন আমাকে অনুপ্রাণিত করেছে। আরও বেশি উচ্চতায় নিজেকে নিয়ে যেতে উৎসাহিত করেছে। মাঠ এবং মাঠের বাইরে তুমি অসাধারণ।’
সুত্রের খবর, Mithali Raj: ভারতের মহিলা ক্রিকেট থেকে অবসর ঘোষণা মিতালির
পাশাপাশি ঝুলন (Jhulan Goswami) আরও লিখেছেন, ‘ঘরোয়া ক্রিকেট বা নেটে তোমার বিরুদ্ধে বোলিং সবসময় উপভোগ করেছি। এক সঙ্গে যত ম্যাচ খেলেছি, সবগুলোই দারুণ উপভোগ করেছি। জয়ের পর আনন্দ করেছি। দুর্দান্ত ক্রিকেটজীবনের জন্য তোমাকে অভিনন্দন। মহিলাদের ক্রিকেটে অবদানের জন্য তোমাকে ধন্যবাদ।’