অবশেষে বছর দেড়েক পর আন্দোলনের পথ থেকে সরে আসছেন দীর্ঘদিন ধরে বিক্ষুব্ধ কৃষক(Farmers) নেতারা।
সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।
কৃষকদের বেশিরভাগ দাবি দাওয়াই কেন্দ্রীয় সরকার মেনে নেবে বলে আশ্বাস দিয়েছে।
এই নিয়ে সরকারের থেকে বিক্ষোভরত কৃষকদের লিখিত প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গিয়েছে, এই প্রতিশ্রুতির তালিকায় ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হবে বলেও জানা গিয়েছে।
আর এর পরই শোনা যাচ্ছে প্রায় গত ১৫ মাস(Since last 15 months) ধরে চলতে থাকা আন্দোলনের পথ থেকে সরে আসার কথাও ভাবছেন কৃষক(Farmers) নেতারা।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে কৃষক সংগঠনগুলির কাছে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় সরকার(Central Government) জানিয়েছে, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে একটি কমিটি গঠন করে আলোচনা করা হবে।
এর পাশাপাশি খড়কুটো পোড়ানো সহ কৃষকদের(Farmers) বিরুদ্ধে করা সমস্ত পুলিশি মামলাগুলিও প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র।
কৃষকরা কেন্দ্রের দেওয়া এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন।
প্রধানমন্ত্রী(PM) জানান, “দেশের অধিকাংশ মানুষের কাছেই হয়তো এই কথাটি অজানা যে,
আমাদের দেশের প্রতি ১০০ জন কৃষকের মধ্যে ৮০ জনই ছোট কৃষক।
তাদের এক এক জনের কাছে দুই হেক্টরেরও কম জমি রয়েছে।
এই ছোট কৃষকদের সংখ্যা সারা দেশে ১০ কোটিরও বেশি।
আমরা এই সমস্ত কৃষকদের উন্নয়ন ও মঙ্গল কামনাতেই সয়েল হেলথ কার্ড, ইউরিয়া, উন্নত মানের বীজ প্রদান করে কৃষিকাজে যথাসাধ্য সাহায্য করেছি।
ফসল বীমা যোজনার অধীনে আরও কৃষকদের আনার চেষ্টা করা হচ্ছে।
এরফলে বিগত চার বছর ধরে মোট ১ লক্ষ কোটি টাকার ক্ষতিপূরণ পেয়েছে কৃষকরা।”