রাজ্যের পুলিশকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা (Subhendu) শুভেন্দু অধিকারী

গতকাল ভরসন্ধ্যায় ভবানীপুর ঘটে গেলে জোড়া হত্যাকাণ্ড। মুখ্যমন্ত্রীর গড় বলে পরিচিত ভবানীপুরে যেভাবে খুন হলেন গুজরাটি দম্পতি অশোক শাহ ও রস্মিতা শাহ, তা বিস্মিত করেছে মহানগরবাসীকে।

যেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেখানে কড়া নিরাপত্তা পুলিশের, সেখানে কিভাবে ঘটে গেল এই নৃশংস হত্যাকান্ড?

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী শিবির। এই ঘটনায় ট্যুইট করে রাজ্যের পুলিশকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটে তিনি লিখলেন, দুয়ারে দুষ্কৃতী তান্ডব।

গতকাল বারবার ফোন করেও যখন কোন উত্তর পাওয়া তারপরই ফ্ল্যাটে গিয়েছিলেন গুজরাতি দম্পতির মেয়ে।

সেখানে গিয়ে দেখেন, দরজা খোলা ভেতরে লুটিয়ে পড়ে আছেন বাবা-মা। দ্রুত তিনি পুলিশকে খবর দেন।

এরপর পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। গতকাল ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ তথা কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

এই ঘটনা নিয়ে ট্যুইট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখলেন, ‘থানার আইসি যখন ব্লক সভাপতির সেজে গোষ্ঠী কোন্দল মেটায়।

অকাজের ঢেকি মমতা পুলিশ বটে হয়েছে দলদাস। তাইতো আজ দুয়ারে দুষ্কৃতীর তাণ্ডব, জোড়া খুনের ত্রাস।’

এভাবেই রাজ্য পুলিশকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, রাজ্য পুলিশের কার্যকলাপ নিয়ে বারবার প্রশ্ন তুলতে দেখা গেছে বিরোধীদের।

রাজ্যের পুলিশ নিরপেক্ষ নয়, পুলিশ তৃণমূলের দল দাসে পরিণত হয়েছে এই ধরনের অভিযোগ বারবার করেছেন বিরোধীরা। আজ আবার এই ধরনের অভিযোগ করলেন (Subhendu) শুভেন্দু অধিকারী ।