ফের প্রকাশ্যে তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব।রাতের অন্ধকারে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে।যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁরা নিজেদের সুজিত বসুর অনুগামী বলে দাবি করছেন।আর এদিকে অভিযোগ, যারা মেরেছে তাঁরা নিজেদের সব্যসাচীর অনুগামী বলে দাবি করছেন।জানা যায় শনিবার রাতে এমনি ঘটনাটি ঘটেছে সল্টলেকের ত্রিনাথ পল্লি এলাকায়।ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তিন ব্যক্তি।ঘটনার পর থেকে ফেরার ২০ জনের বেশি দুষ্কৃতী।
স্থানীয় সূত্রে খবর, প্রাক্তন পৌরপিতা প্রবীর সর্দার এবং এলাকার বিধায়ক সুজিত বসুর অনুগামীদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। ঘরে ঢুকে বেধড়ক মারধর করা হয়। অভিযুক্তদের তালিকায় রয়েছে, কুখ্যাত দুষ্কৃতী পচা, সুজয় দাস, ঝন্টু, বিকাশ, সহ বেশ কয়েকজন।আক্রান্ত হয়েছেন সুজিত অধিকারী, সন্তু মন্ডল, জয়ন্ত দাস।
যদিও ঘটনাটি তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ মন্ত্রী সুজিত বসু। এটা ক্লাবের দুই শিবিরের গোলমাল বলেই জানিয়েছেন তিনি। এর মধ্যে কোনও রাজনীতি নেই। একইসঙ্গে যে চামেলি নস্করের বিরুদ্ধে অভিযোগ, তিনিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ। অভিযুক্তরা সমাজবিরোধী বলে জানিয়েছেন তিনি।
জানা যায় এরপরই এলাকায় বিধাননগর কমিশনারেটের তরফে বিরাট পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে।এই ঘটনায় মুল অভিযুক্ত সুজয় দাসকে গ্রেফতার করেছে পুলিশ।আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
আরো পড়ুন:Katwa:বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকাকে ধর্ষন করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে