রোদ্দুর রায়ের (Roddur Roy) বিরুদ্ধে ফের দায়ের হল এফআইআর। ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তির অভিযোগ উঠেছে।
চিত্পুর থানায় লিখিত অভিযোগ করেছেন তৃণমূল নেতা ঋজু দত্ত।
কিছুদিন আগে ফেসবুক লাইভ করেছিলেন রোদ্দুর রায়।
প্রায় দেড় ঘণ্টার ফেসবুক লাইভে বিভিন্ন বিশিষ্টজনকে আক্রমণ করেন তিনি। সেই তালিকা থেকে বাদ পড়েননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
অভিযোগ লাইভে মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করেন রোদ্দুর রায়। অশ্রাব্য শব্দ প্রয়োগ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও।
আর এই কারণেই ৩ জুন রোদ্দুর রায়ের বিরুদ্ধে চিত্পুর থানায় এফআইআর করেছেন তৃণমূল নেতা।
এফআইআরে অভিযোগকারী লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছেন রোদ্দুর রায়।
সেই কারণেই রোদ্দুর রায়ের (Roddur Roy) বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও জানিয়েছেন তিনি। পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।