করোনা আক্রান্ত হয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। বৃহস্পতিবার দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার বরাত দিয়ে খবরটি পাওয়া গিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে।

 

এদিকে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই আইসোলেশনে রয়েছেন ভারতের গান্ধী পরিবারের জ্যেষ্ঠ এই সদস্য।

 

সিনিয়র কংগ্রেস নেতা এবং দলের মুখপাত্র রণদীপ সিং সুরজওয়ালা ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বলেছেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তার হালকা জ্বর এবং কিছু উপসর্গ রয়েছে। ভাইরাস শনাক্ত হওয়ার পরপরই তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন এবং তাকে প্রয়োজনীয় চিকিত্‍সা দেওয়া হয়েছে।

 

রণদীপ সিং সুরজওয়ালা বৃহস্পতিবার টুইটে আরও বলেন, বিগত এক সপ্তাহে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) একাধিক নেতা ও সমাজকর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন। এদের মধ্যে কয়েকজনের রিপোর্ট পজেটিভ এসেছে। কংগ্রেস সভানেত্রীরও গতকাল বিকেল থেকে হালকা জ্বর ও করোনার অন্যান্য উপসর্গ দেখা দিয়েছে। পরে করোনা পরীক্ষা করা হলে জানা যায় তিনি করোনা আক্রান্ত হয়েছেন।সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আরো পড়ুন:Congress:জ্বালানির দামবৃদ্ধিতে বিমানে কংগ্রেস নেত্রীর প্রশ্নের মুখোমুখি স্মৃতি ইরানি