আপনি যদি প্রায়শই ভারী ব্যাগ নিলে যাতায়াত করেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এবার থেকে বুকিং না করে নির্দিষ্ট ওজনের থেকে বাড়তি মালপত্র বহন করলে ৬ গুণ বেশি বাড়তি জরিমানা গুনতে হবে। সম্প্রতি রেল মন্ত্রকের(Indian Rail) তরফ জারি করা একটি বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়ে যাত্রীদের সতর্ক করেছে রেল দপ্তর।
রেলে(Indian Rail) মালপত্র বহন করার নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ী এসি প্রথম ক্লাসের যাত্রীরা ৭০ কেজি পর্যন্ত মালপত্র জরিমানা না দিয়ে বহন করতে পারেন। এসি টু টিয়ারের যাত্রীরা ৫০ কেজি পর্যন্ত মালপত্র বিনা জরিমানায় বহন করতে পারেন। এছাড়াও থ্রি টিয়ার স্লিপার, এসি চেয়ারকার, স্লিপার ক্লাস এর যাত্রীরা ৪০ কেজি এবং সেকেন্ড ক্লাসের যাত্রীরা 25 কেজি পর্যন্ত মাল বিনা জরিমানায় ট্রেনে বহন করতে পারেন।
এই নির্দিষ্ট ওজনের বেশি মালপত্র বহন করলে এবার থেকে চড়া জরিমানা দিতে হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ(Indian Rail)। আইআরসিটিসি-এর তরফে জারি করা সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রেল যাত্রা সময় যাত্রীরা যদি নির্দিষ্ট ওজনের বেশি মাল বহন করতে গিয়ে ধরা পড়েন তবে তাদের ৬ গুণ বেশি জরিমানা দিতে হবে। সাধারনত মাল বহনের ক্ষেত্রে পার্সেল বিভাগে যে ভাড়া দিতে হয় তার থেকে অনেকটাই বেশি টাকা জরিমানা দিতে হবে যাত্রীদের। সম্প্রতি এই বিষয়ে টুইট করেও যাত্রীদের সতর্ক করেছে রেল।