কেকে‘কে চক্রান্ত করে হত্যা করা হয়েছে বলে (Dilip Ghosh) বিস্ফোরক অভিযোগ তোলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ।
সেই অভিযোগেরই পাল্টা বিজেপি প্রাক্তন এই রাজ্য সভাপতিকে পাগল বলে কটাক্ষ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ।
এদিন তিনি বলেন,” উনার মস্তিষ্কে গণ্ডগোল আছে, উনার কথার বেশি গুরুত্ব দেবে ন না। এই কয়েকদিন ওকে ছেড়ে দিন। “
এদিন একাধিক বিষয়ে শাসক দলের দিকে আঙ্গুল তুলেছেন দিলীপ ঘোষ। তবে তা মানতে নারাজ কুনাল ঘোষ।
ইতিমধ্যেই বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি কে ‘ মুখ বন্ধ রাখার ‘ নিদাণ দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
সেই প্রসঙ্গ টেনে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, ” একটা দুর্ভাগ্যজনক মৃত্যু নিয়ে নোংরা , কুত্সিত রাজনীতি করা হচ্ছে। আসলে উনার এখন অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই।
ওর দল ওকে সেন্সর করেছে, তাই এখন দিলীপ বাবু (Dilip Ghosh) কে ভেসে থাকতে হবে, বেঁচে থাকতে হবে মিডিয়ায়
মুখ দেখাতে হবে। তাই বেশি বেশি করে তৃণমূলকে গালাগাল করতে হবে, যাতে সেই সেন্সর একটু আলগা হয়।”