কেদারনাথে (Kedarnath) তাঁর পোষ্য কুকুরকে নিয়ে যাওয়ার পর থেকেই নানা রকম ভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে নয়ডার ব্লগার বিকাশ ত্যাগীকে।

মানসিক হেনস্থা তো বটেই, তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরাখণ্ডের

পুষ্কর সিংহ ধামিকে চিঠি লিখলেন বিকাশ। এ বিষয়ে মোদী এবং ধামির হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

সম্প্রতি কেদারনাথে তাঁর পোষ্য ‘নবাব’কে নিয়ে গিয়েছিলেন বিকাশ। মন্দিরের বাইরে ‘নন্দী’র মূর্তিতে পোষ্যের পা ছোঁয়াতে দেখা যায় তাঁকে।

বিকাশের দাবি, তাঁর পোষ্য নবাব আশীর্বাদ চাইছিল। সেই ভিডিয়ো ভাইরাল হতেই বদ্রীনাথ-কেদারনাথ (Kedarnath) কমিটির রোষানলে পড়তে হয় বিকাশকে।

পুণ্যার্থীদের ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে বিকাশের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে এফআইআর করে ওই কমিটি।

বিষয়টি সেখানেই থেমে থাকেনি। বিকাশ বাড়ি ফিরে এলেও বিতর্ক পিছু ছাড়েনি।

তাঁর অভিযোগ, সেই ঘটনার পর থেকে তাঁদের মানসিক ভাবে হেনস্থা করা হচ্ছে। হুমকিও দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তাঁরা খুব আতঙ্কে রয়েছেন।

বিকাশের আইনজীবী কমিটির বিরুদ্ধে ‘হঠকারিতার’ অভিযোগ তুলে চিঠি দিয়েছেন।

পোষ্যকে নিয়ে কেদারনাথে ঢোকা যাবে না, এমন আইন আছে কি না তা জানতে চেয়েছেন কমিটির কাছে।

বিকাশের দাবি, তাঁরা যেখানেই যান নবাবকে নিয়ে যান। গত চার বছর ধরে বিভিন্ন ধর্মীয় স্থানে তাঁদের সঙ্গে ঘুরেছে নবাব। গত বছরে বদ্রীনাথেও গিয়েছিল সে।