আইপিএলের এই মরসুমে গতির তুফান তুলে সাড়া ফেলে দিয়েছিলেন উমরান মালিক (Umran Malik)। প্রশংসা আদায় করে নিয়েছিলেন সুনীল গাওস্কর থেকে ব্রেট লি-র। সেই উমরান এ বার আইপিএল মঞ্চ থেকে পা রাখতে চলেছেন আন্তর্জাতিক ক্রিকেটের দুনিয়ায়। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য জাতীয় নির্বাচকেরা উমরানকে ভারতীয় দলে সুযোগ দিলেন।
ভারতীয় দলে উমরানের (Umran Malik) সুযোগ পাওয়ায় খুশি তাঁর বাবা রশিদ মালিক।সুত্রের খবর, উমরানের (Umran Malik) বাবা বলেন, ‘‘রসুলের পরে আমার ছেলে ভারতীয় দলের হয়ে খেলবে ভাবতেও পারিনি। ওর মা আর আমি এই খুশিতে পাড়ার প্রত্যেককে বিরিয়ানি আর নিহারি খাওয়াচ্ছি। এতটা খুশি কখনও হইনি।’’ তিনি যোগ করেন, ‘‘ছোটবেলায় উমরানকে অনেক বারণ করেছি ক্রিকেট খেলতে। আমাকে লুকিয়ে ও মাঠে চলে যেত। যদি জানতাম একদিন ভারতীয় দলের হয়ে খেলবে, তা হলে কখনওই নিষেধ করতাম না।’’
আরও পড়ুন: Harpreet Brar: পাঞ্জাব-হায়দরাবাদ ম্যাচে, সেরা হরপ্রীত ব্রার
পাশাপাশি, উমরানের (Umran Malik) সুযোগ পাওয়ার খবরকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটারেরাও। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার ইয়ান বিশপ টুইট করেছেন, ‘‘উমরান মালিককে অভিনন্দন।’’ আবার, ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান টুইট করেছেন, ‘‘অল্প বয়সি ছেলেটার কাছে এটা একটা দারুণ সুযোগ। অনেক শুভেচ্ছা রইল উমরান।’’