ছোটবেলায় স্পষ্ট করে কথা বলতে পারতেন না হৃত্বিক রোশন (Hrittik Roshan)। বহু বছর ধরে তোতলামির সমস্যায় ভুগতে হয়েছে তাঁকে। একাধিক সাক্ষাৎকারে নিজের এই দুর্বলতার কথা অকপটে বলেছেন তিনি। সেই কঠিন সময় পেরিয়ে আজ তিনি বলিউডের একজন সফল অভিনেতা। তবে এই সাফল্যের পথ মোটেই সহজ ছিল না। নিজের কথা স্পষ্টভাবে বলার জন্য তাঁকে চিকিৎসা নিতে হয়েছিল। স্কুলে বন্ধুবান্ধবের কাছে উপহাসের পাত্রও হতে হয়েছিল তাঁকে।

 

স্কুলজীবনে অনেক সময় ‘তোতলা’ বলে কটাক্ষ করা হত হৃত্বিককে (Hrittik Roshan)। সেই অপমান সহ্য করেই তিনি ধীরে ধীরে নিজের পথ তৈরি করেছেন। যদিও এসব নিয়ে খুব একটা প্রকাশ্যে কিছু বলেন না হৃত্বিক, তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর দিদি সুনয়না রোশন শোনালেন ভাইয়ের সেই কঠিন সময়ের কথা।

 

সুনয়না জানান, “খুব অল্প বয়সেই আমার বিয়ে হয়ে গিয়েছিল, তাই হৃত্বিকের সঙ্গে খুব বেশি কথা হত না। ও বরাবরই চুপচাপ, অন্তর্মুখী। অনেক কথা নিজের মধ্যেই রাখত।” তিনি বলেন, শুধুমাত্র উচ্চারণ সমস্যা থাকার কারণেই ছোটবেলায় বহু কষ্ট সহ্য করতে হয়েছে হৃত্বিককে। তবে সেই সমস্যাকে জয় করতে তিনি দারুণ পরিশ্রম করেছেন।

 

“ভোর ৪টেয় উঠে স্পিচ ক্লাস করত হৃত্বিক। তারপর দিন শুরু করত। এই অধ্যবসায়ের জোরেই আজ সে এই জায়গায়,” অকপটে বলেন সুনয়না।

আরো পড়ুন: Ahana Datta: মেয়ে সন্তানসম্ভবা, তাও মা মেয়ের মধ্যে অভিমানের পাহাড়

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *