১৯৯৯ সালে জোধপুরে কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় সলমন খানের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও অনেকের মনে রয়েছে। এবার অনুরূপ এক বিতর্কে জড়ালেন ‘লাপতা লেডিজ’ খ্যাত মারাঠি অভিনেত্রী ছায়া কদম। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে সম্মানিত ‘অল ইউ ইমাজিন অ্যাজ় লাইট’ ছবির এই অভিনেত্রী স্বীকার করেছেন যে তিনি ইগুয়ানা, কচ্ছপ ও হরিণের মাংস খেয়েছেন। এই স্বীকারোক্তির পরই বন দফতরের তরফ থেকে তাঁর নামে আইনি নোটিস জারি করা হয়েছে।
ভারতে এই তিনটি প্রাণীই সংরক্ষিত ও বিরল প্রজাতির অন্তর্গত। এদের হত্যা বা এদের মাংস ভক্ষণ আইনত দণ্ডনীয়। জানা গেছে, মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে এই মাংস সংগ্রহ করা হয়েছিল। প্রশাসনের অনুমান, এর সঙ্গে চোরাশিকারিদের যোগাযোগ থাকতে পারে।
ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে বন দফতর। একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তদন্তকারী আধিকারিক রাকেশ ভোর জানিয়েছেন, ছায়া কদম বর্তমানে শুটিংয়ের কাজে শহরের বাইরে আছেন এবং চার দিনের মধ্যে ফিরবেন। তিনি জানিয়েছেন, অভিনেত্রী জিজ্ঞাসাবাদে সহযোগিতা করবেন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।
‘অল ইউ ইমাজিন অ্যাজ় লাইট’ ও ‘লাপতা লেডিজ়’ সিনেমার মাধ্যমে সম্প্রতি কদমের অভিনয়জীবনে সাফল্যের সূচনা হয়েছে। তবে এই নতুন বিতর্ক কি তাঁর কেরিয়ারে নেতিবাচক প্রভাব ফেলবে? তা সময়ই বলবে।
আরো পড়ুন: Vijay Devarkonda: বিতর্কে বিজয় দেবরকোন্ডা, আদিবাসীদের তুলনা ঘিরে ক্ষোভ
Image source-Google