অভিনয়ের চিত্রনাট্য থেকে বেরিয়ে এসে জীবনের পর্দায় এক অন্য গল্প লিখলেন অভিনেতা অভিষেক বসু (Abhishek Basu)। ‘ফুলকি’ ধারাবাহিকের নায়ক এবার বাস্তব জীবনে সাতপাকে বাঁধা পড়লেন সহ-অভিনেত্রী শার্লি মোদকের সঙ্গে—যিনি ওই ধারাবাহিকেই খলনায়িকা শালিনীর চরিত্রে অভিনয় করছেন। পর্দায় যতই শত্রুতা থাকুক, বাস্তবে কিন্তু সম্পর্কের রসায়ন ছিল একেবারে উল্টো—গভীর আর হৃদয়স্পর্শী। মজার বিষয়, শার্লি ধারাবাহিকে অভিষেকের প্রাক্তন স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন।
তাঁদের বিয়ে ছিল সাদামাটা, ঘনিষ্ঠ পরিসরে আইনি রেজিস্ট্রি। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং ‘ফুলকি’ টিমের বেশ কয়েকজন সদস্য। আনন্দবাজার অনলাইনকে এই খবর জানিয়েছেন ধারাবাহিকেরই আর এক অভিনেতা সুদীপ সরকার।
মঙ্গলবার সকালেই সম্পন্ন হয় দধিমঙ্গল ও বৃদ্ধির মতো প্রাথমিক আচার। তখনই অভিষেককে (Abhishek Basu) দেখা যায় ময়ূরকণ্ঠী বেগুনি পাঞ্জাবি-ধুতিতে। শার্লি পরেছিলেন সিক্যুইন কাজের নরম গোলাপি শিফন-জর্জেট শাড়ি, সঙ্গে মানানসই গয়না—দৃষ্টিনন্দন সেই সাজে নজর ফেরানো দায়। সন্ধ্যায় বিয়ের মূল অনুষ্ঠানে নববধূর সাজে তাঁকে দেখা যায় ধূসর সিক্যুইনের কাজ করা লেহেঙ্গা-চোলিতে। বর অভিষেকও মিলিয়ে পরেন একই রঙের শেরওয়ানি।
দক্ষিণ কলকাতার এক ব্যাঙ্কোয়েটে ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের আসর। উপস্থিত ছিলেন ‘ফুলকি’ ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী দিব্যাণী মণ্ডল, অভিনেত্রী মিসমী দাস, সুদীপ সরকার সহ প্রায় সকলেই। বিয়ের পর আয়োজন করা হয় এক বিশেষ ভোজেরও।
Narendra Modi:পহেলগাঁওয়ের বদলা নিতে ৩ সেনাকে ‘পূর্ণ স্বাধীনতা’ মোদীর!