দিঘা (Digha) যেন এখন এক উৎসবমুখর শহর। আগামী সপ্তাহে নবনির্মিত জগন্নাথধামের (Jagannath Dham) উদ্বোধন। আর তারই প্রস্তুতিতে শহরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে এক অনন্য উৎসাহ। সৈকতের বুকে যেন এক নতুন প্রাণ ফিরে এসেছে। তবে এই উদ্দীপনার মধ্যেই রবিবার ঘটে গেল এক রহস্যজনক ঘটনা, যা যেন মিশে গেল দেবভক্তির আবেগে।
সকালের শান্ত সমুদ্র হঠাৎ যেন কোনও এক অলৌকিক বার্তা নিয়ে এল। ঢেউয়ের সঙ্গে ভেসে এল একটি সাদা কাঠের জগন্নাথ মূর্তি। জগন্নাথ ঘাটের কাছে মূর্তিটি প্রথম চোখে পড়ে কিছু পর্যটকের। বিস্ময়ের ঘোরে তারা এগিয়ে যায়, তুলে আনে মূর্তিটিকে। কে বা কারা সমুদ্রে ভাসিয়েছে, তা জানা যায়নি। তবে সময়টুকু এবং ঘটনার তাৎপর্য এক আশ্চর্য যোগসূত্র তৈরি করেছে উদ্বোধনের সঙ্গে।
পর্যটকদের অনেকেই বলছেন, এটি কোনও দৈব সংকেত—জগন্নাথ নিজেই যেন আগেভাগে এসেছেন তাঁর নতুন মন্দিরের দর্শনে।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৭ এপ্রিল দিঘায় পৌঁছাবেন। ২৮ তারিখে বৈঠক করবেন ট্রাস্টি বোর্ড এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে। ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে যজ্ঞ, আর ৩০ এপ্রিল সেই মহেন্দ্রক্ষণ—জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাতে।
ইতিমধ্যেই শহরের সরকারি হোটেল-গেস্ট হাউসগুলো বুকিং করে ফেলেছে প্রশাসন। শহরের বাতাসে এখন শুধু একটাই সুর—”পথে জগন্নাথ, দিঘায় পরম অনুভব।”
আরও পড়ুন:CV Anand Bose: “অন্ধকার কেটে আলো আসবে” — মালদহ ও মুর্শিদাবাদ সফরে আশাবাদী রাজ্যপাল সিভি আনন্দ বোস