আগামী ১৮ এপ্রিল মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার (Akshay Kumar), আর মাধবন ও অনন্যা পান্ডে অভিনীত ‘কেশরী চ্যাপ্টার ২’। ছবির প্রচারে এখন ব্যস্ত তারকারা। সোমবার সকালে মুম্বইয়ের এক ব্যক্তিগত বিমানবন্দরের বাইরে দেখা যায় অক্ষয় ও মাধবনকে।
সেই মুহূর্তের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যায়, বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন এই দুই অভিনেতা। বাইরে উপস্থিত ফটোগ্রাফারদের উদ্দেশে ছবি তুলতে যাওয়ার আগে অক্ষয়কে দেখা যায় নিরাপত্তারক্ষীর কাছ থেকে অনুমতি চাইতে। গার্ডের সম্মতির পরেই শুরু হয় ছবি তোলা।
সেদিন অক্ষয় (Akshay Kumar) পরেছিলেন ধূসর রঙের ক্যাজুয়াল পোশাক, চোখে ছিল কালো চশমা, আর হাতে ঘড়ি। মাধবন পরেছিলেন সাদা পাঞ্জাবি-পায়জামা। দুজনেই হাসিমুখে পোজ দেন ক্যামেরার সামনে।
ভিডিয়োতে অক্ষয়ের ভদ্র ব্যবহার দেখে মুগ্ধ নেটিজেনরা। একজন লিখেছেন, “আপনারা নিঃসন্দেহে সত্যিকারের ভদ্রলোক।” আরেকজনের মন্তব্য, “এই জন্যই আপনারা এত প্রিয় – বিনম্রতা বড় গুণ।” কেউ কেউ তাঁদের “প্রকৃত রত্ন” বলেও অভিহিত করেছেন।!
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন আনারস-চিংড়ির বাসমতী পোলাও
Image source-Google