ন্যাশনাল হেরাল্ড মামলায় বড় ধাক্কা খেল কংগ্রেস। মঙ্গলবার এই মামলায় প্রথমবারের মতো চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED), যেখানে সোনিয়া গান্ধী (Sonia Gandhi), রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং স্যাম পিত্রোদার নাম উল্লেখ রয়েছে। আগামী ২৫ এপ্রিল এই মামলার শুনানি হবে একটি বিশেষ আদালতে।
এর আগে সোনিয়া ও রাহুলের (Rahul Gandhi) নাম মামলার তদন্তে উঠে এলেও তাঁদের নামে আনুষ্ঠানিকভাবে চার্জশিট জমা পড়েনি। এবার প্রথমবার তাঁদের বিরুদ্ধে সরাসরি চার্জশিট পেশ করল ইডি।
অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজিএল)-এর মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগে আগেই মামলা দায়ের করে ইডি। সেই সূত্র ধরেই ইয়ং ইন্ডিয়ান এবং এজিএল-এর প্রায় ৭৫২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। গত শনিবার ইডি জানায়, ওই বাজেয়াপ্ত সম্পত্তির একটি বড় অংশ এবার সরকারি মালিকানায় নিয়ে আসা হবে।
দিল্লির আইটিও, মুম্বইয়ের বান্দ্রা এবং লখনউয়ের বিশ্বেশ্বর নাথ রোডে অবস্থিত ন্যাশনাল হেরাল্ডের দপ্তরগুলিতে নোটিস পাঠিয়ে ওই সম্পত্তিগুলি খালি করার নির্দেশ দিয়েছে ইডি।
২০২১ সালে এই মামলার তদন্ত শুরু করে ইডি, যা শুরু হয়েছিল বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগের ভিত্তিতে। তাঁর দাবি ছিল, ইয়ং ইন্ডিয়া নামক একটি সংস্থা বেআইনিভাবে এজিএল-এর ২০০০ কোটি টাকার সম্পত্তি দখল করেছে, যেখানে সোনিয়া ও রাহুল গান্ধীর শেয়ার ছিল। উল্লেখ্য, এজিএল থেকেই প্রকাশিত হত ঐতিহাসিক ‘ন্যাশনাল হেরাল্ড’ পত্রিকা।
যদিও এখনও পর্যন্ত কংগ্রেসের কোনও শীর্ষস্থানীয় নেতাকে এই মামলায় গ্রেপ্তার করা হয়নি। কংগ্রেসের দাবি, ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির তদন্ত নিছক রাজনৈতিক প্রতিহিংসার ফল।
আরও পড়ুন:Mamata Banerjee: কালীঘাট স্কাইওয়াক ও হকার্স কর্নারের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়