অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ নিয়ে সম্প্রতি মন্তব্য করেছিলেন জয়া বচ্চন। যদিও তিনি সরাসরি নায়ককে কিছু বলেননি, তবে ছবির নাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তাঁর মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার এ বিষয়ে প্রতিক্রিয়া দিলেন অক্ষয় কুমারও।
সম্প্রতি ‘কেশরী: চ্যাপ্টার ২’ ছবির প্রচারে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অক্ষয় (Akshay Kumar) বলেন, “জয়াজি যখন কিছু বলছেন, নিশ্চয়ই তা ভেবেচিন্তেই বলছেন। আমি যদি ওঁর দৃষ্টিতে ভুল করে থাকি, তবে তা মেনে নিচ্ছি।”
অক্ষয় এ দিন কোনও রকম বিতর্কে জড়াননি। বর্ষীয়ান অভিনেত্রীকে কটাক্ষও করেননি। বরং অত্যন্ত নম্রভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, “জয়াজির মতের সঙ্গে আমি একমত নাও হতে পারি, তবে ওঁর অভিজ্ঞতা অনেক। তিনি যদি মনে করে থাকেন ছবির নাম অনুচিত ছিল, তা হলে নিশ্চয়ই তাঁর কিছু কারণ রয়েছে। আমি সেই মতের প্রতি সম্মান জানাই।”
২০১৭ সালে মুক্তি পাওয়া ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিটি তখন যথেষ্ট আলোচনায় ছিল এবং সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছিল। তবে ২০২৫-এ এসে হঠাৎ করেই কেন জয়া বচ্চন ছবিটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন, তা স্পষ্ট নয়। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই ধরনের নাম মানুষের আগ্রহ সৃষ্টি করতে পারে না। ছবিটি ব্যর্থ হওয়াটাই স্বাভাবিক।” তিনি আরও যোগ করেন, “আমি নিজেও শুধুমাত্র নাম শুনেই ছবিটি দেখিনি।”
এই বিতর্কে শেষ কথা কি এখনও বলা হলো? সময়ই তা বলবে।