সোনার দাম বাড়ল না কমল—এই প্রশ্নে সারা বছরই আগ্রহ থাকে সকলের। পয়লা বৈশাখের ঠিক আগে সোনার বাজার থেকে এল সুখবর। গত তিন দিনে কলকাতায় সোনার দাম খানিকটা কমেছে। বিশেষজ্ঞদের মতে, বাংলা নববর্ষের সময় আরও কমতে পারে সোনার দাম। এমনও পূর্বাভাস মিলেছে, ১০ গ্রাম সোনার দাম ৫৬ হাজার টাকার কাছাকাছি নেমে আসতে পারে। সোনার গয়নায় সাজতে ভালবাসেন টলিপাড়ার অভিনেত্রীদের অনেকেই। তাই এই দামে তাঁদের চোখও এখন সোনার বাজারে। দাম পড়তেই কি তাঁরা রওনা দিচ্ছেন সোনার দোকানের দিকে? খোঁজ নিয়েছে আনন্দবাজার ডট কম।
গয়না পরতে ভালবাসেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। স্বস্তিকার কথায়, “সোনা পছন্দ করে না, এমন মহিলা খুব একটা দেখিনি আমি। তার সবচেয়ে বড় উদাহরণ আমার মা। তিনি পঞ্জাবি পরিবারের মেয়ে। তাই সোনার দাম কমলে মা তো খুবই উত্তেজিত হবেন।”
যদিও সোনার গয়না নিয়ে নিজের তেমন উত্তেজনা নেই স্বস্তিকার। তাঁর পছন্দের তালিকায় সবার উপরে থাকে হিরে ও প্ল্যাটিনাম। অভিনেত্রী বলেছেন, “আমি হালকা গয়না পছন্দ করি। সোনার মধ্যেও হালকা গয়নাই বেশি পছন্দের। একটা মটর হার রয়েছে, সেটা খুবই পছন্দ আমার। হিরে, রুপো ও প্ল্যাটিনাম খুব পছন্দ ঠিকই, কিন্তু এই সব গয়না এক দিকে, আর এক দিকে সোনার গয়না। ঢাকাই জামদানি শাড়ির সঙ্গে বড় সোনার কানপাশা আর সোনার চেন পরলেই বাঙালি মেয়েদের সাজ পরিপূর্ণ। মেয়েদের সৌন্দর্য সোনা আরও বেশি করে ফুটিয়ে তুলতে পারে।”
স্বস্তিকা (Swastika Dutta) বলেন, “ঠাকুমা চাকরিরতা ছিলেন। তাঁর সোনা কেনার প্রতি বিশেষ আগ্রহ ছিল। বরফি আকারের এই লকেটটাও তেমন। ওটা কোনও চেনের সঙ্গে পরলে আর কিছু দরকার পড়ে না। আমি দেখেছি, ঠাকুমা বা মা নিজেরা বরাত দিয়ে পছন্দমতো নকশার সোনার গয়না বানাতেন। আগে থেকে তৈরি গয়না খুব একটা কিনতেন না।”
আরো পড়ুন: SSC Case News:চাকরির দাবিতে লাঠির মুখে শিক্ষকরা,জেলায় জেলায় উত্তেজনা!জখম একাধিক শিক্ষক
Image source-Google