কলকাতায় সিরিয়াল পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ঠাকুরপুকুরে বাজার এলাকায় দুর্ঘটনা ঘটান, যাতে আহত হন কয়েকজন পথচারী। জনপ্রিয় সিরিয়ালের সাফল্যে রাতভর পার্টির পর ঘটে এই ঘটনা। গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন প্রযোজক শ্রিয়া বসু। ঘটনায় ইন্ডাস্ট্রির দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুলেছেন টলিউডের পরিচিত মুখ রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)।
তিনি একটি পোস্টে লেখেন, ‘আমাদের বাংলা সিনেমা ও টিভি ইন্ডাস্ট্রি মোটেও এরকম নয়। যারা নিজেদের সম্মান রাখতে পরে না…, মদ্যপান করে হুশ হারিয়ে গাড়ি চালিয়ে মানুষ পিষে ফেলে ভাবে পার পেয়ে যাবে তাদের কি হাল করে সাধারণ মানুষ তা তো নিজের চোখে ভিডিয়োতেই দেখলাম, তবে এটাও দেখলাম কত মানুষ একটি মেয়েকে পন্য বানিয়ে দিল… কার দোষ সেটা ওপরওয়ালা বিচার করবেন আর আদালত তবে ভিডিয়োগুলো যে হারে কনটেন্ট এর মতো ভাইরাল হচ্ছে সেটাও কি খুব দরকার?’
সঙ্গে সেই গাড়িতে সেদিন থাকা ‘মদ্যপ’ মানুষগুলোর জন্য রূপাঞ্জনা (Rupanjana Mitra) লিখলেন, ‘তোরা কি জানতিস না যে- যদি তোরা সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ধরা পড়িস এবং তারপর তোদের ইচ্ছামতো গাড়ি দিয়ে লোকজনকে চাপা দিস, তাহলে কেউ তোদের প্রতি সহানুভূতি দেখাবে না। লজ্জা করছে। সত্যি লজ্জা করছে। হুঁশ নেই যাদের তারা আবার কীসের মানুষ?’
আরো পড়ুন: Riddhi Sen: কলকাতার রাস্তায় দুর্ঘটনা, কি বললেন ঋদ্ধি সেন?
Image source-Google