ভাসন বালা পরিচালিত “জিগরা” ছবিতে দেখা যায় নিখাদ ভাই বোনের ভালোবাসা। কিন্তু বক্স অফিসে সেভাবে জায়গা করে নিতে পারেনি এই ছবি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আলিয়া ভাট (Alia Bhatt) এবং বেদাঙ্গ রায়না
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবির ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে আলিয়া (Alia Bhatt) বলেন, “আমার মনে হয়, অভিনয় করে আমি কখনও তৃপ্তি পাই না। আর আমার এই ভাবনাটা ভালই লাগে। গত বছর আমার একটা ছবি একেবারেই আশানুরূপ ফল করতে পারেনি। এই ঘটনাটাই আমাকে শক্তি জুগিয়েছে যে আরও ভাল কাজ করতে হবে।” শুধু তাই নয়, তিনি বলেন এই ধরনের ব্যর্থতা তাকে আরো কাজে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে। আর এটাই তাঁর পেশাদারিত্বের স্বপ্ন।
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন দুধ ফুলকপি
Image source-Google