২০১৭ সালে ঋতাভরী ও সৃজিতের প্রেম নিয়ে গুঞ্জনের শেষ ছিলনা। কাজের ফাঁকে মাঝে মাঝেই এনাদের একসাথে দেখা যেত। এমনকি অনেকসময় নায়িকাকে বিমানবন্দর থেকে রিসিভ করতে যেতেন পরিচালক নিজেই। সোস্যাল মিডিয়ায় তাদের রসায়ন বাদ পড়েনি কারুর চোখ থেকেই। মাঝে অনেকগুলো বছর তাদের দেখা বন্ধ থাকলেও সম্প্রতি সৃজিত আচমকাই ছবি দেন ঋতাভরীর সঙ্গে। ঠিক কী হয়েছিল সৃজিত আর ঋতাভরীর মধ্যে। আদৌ কি ছিল প্রেম, আর থাকলেও তা কেনই বা ভাঙল? সম্প্রতি স্ট্রেট আপ উইথ শ্রী পডকাস্টে এই নিয়ে কথা বলেন ঋতাভরী (Ritabhari Chakraborty)।
অভিনেত্রী বলেন, ‘আমি এই নিয়ে কখনো কোথাও কথা বলিনি। ও যা ইচ্ছে বলুক। ও একটা পাগল (হাসি)! আমার কাছে ও এরকমই। আমার খুব কাছের ও। আমরা ৭-৮বছর কথা বলিনি। আবার এখন সত্যি বলতে আমরা একসঙ্গে নিজেদের বন্ধুত্বটাকে উপভোগ করছি।’
সম্পর্ক নষ্ট হিয়ার দায় নিজের কাঁধে নিয়ে ঋতাভরী বললেন, ‘আমি ওর হৃদয় ভেঙেছি। আমি এটা নিয়ে কখনো গর্ব করব না। আমি যা করেছি সেটা ভুল। অনেকগুলো বছর আমি ভেবেছি, ও আমাকে ঘৃণা করে। আমি বিস্তারে বলব না, শুধু বলব, যা করেছি আমার ভুল ছিল (ক্যামেরার দিকে তাকিয়ে, কোনো চিটিং বা ওরকম কিছু নয়, আগেই বলে দিচ্ছি)। কোনো সম্পর্ক শেষ করারও না আসলে একটা ডিগনিটি থাকে। যার যা ইচ্ছে রাগ থাক গুবলুকে নিয়ে, আমি যা করেছি সত্যি ভুল। আসলে, নিজের উপরেই বা কী রাগ করব। তখন আমার বয়স মাত্র ২৪ বছর। আমরা অনেকগুলো বছর তাই কথাই বলিনি। মাঝের বছরগুলোয় মনেও হয়েছে, ওর কোনো কাজ ভালো খুব লেগেছে, একবার ফোন-ম্যাসেজে জানাই। কিন্তু সত্যি বলতে সাহস করে উঠতে পারিনি।’
তা কী করে ঠিক হল সম্পর্ক? ঋতাভরী (Ritabhari Chakraborty) হাসতে হাসতে জানালেন, ‘ও খবরের কাগজে পড়েছিল, আমার আর তথাগতর (ঋতাভরীর প্রাক্তন প্রেমিক) বিয়ে। তারপর আমাকে ম্যাসেজ করেছিল, ফিশ ওরলিটা হবে তো বিয়েতে…’! সঙ্গে যোগ করেন, ‘ওই আসলে সবটা ঠিক করেছিল সবটা। তখনও উপর উপর চলছিল ব্যাপারটা। সম্প্রতি আমরা বসে সবটা মিটমাট করি বলা যেতে পারে, যে কী কী ভুল হয়েছিল।’
আরো পড়ুন: Alia Bhatt: “জিগরা” ছবির ব্যর্থতা নিয়ে কি বললেন আলিয়া?
Image source-Google