বৃহস্পতিবার মানেই সিরিয়াল জগতের মহা যুদ্ধ। কারণ এই দিনকেই কোন সিরিয়াল কাকে পিছনে ফেলে কতদূর এগিয়ে গেলো, কতোটা দর্শকদের মন জয় করতে পারলো তা বিচার করার দিন। প্রতি বৃহস্পতিবারের মতো এবারেও প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকা।
যেখানে সবথেকে এগিয়ে আছে পরিণীতা (৭.৯)। এরপর দ্বিতীয় স্থানে আছে ফুলকি (৭.৫)। তৃতীয় স্থানে আছে জগদ্ধাত্রী (৭.৪)। চতুর্থ স্থানে আছে কোন গোপনে মন ভেসেছে (৬.৯)। পঞ্চম স্থানে আছে গীতাএলএলবি (৬.৮)।
প্রথম দশে কোন মেগা:
প্রথম: পরিণীতা (৭.৯)
দ্বিতীয়: ফুলকি (৭.৫)
তৃতীয়: জগদ্ধাত্রী (৭.৪)
চতুর্থ: কোন গোপনে মন ভেসেছে (৬.৯)
পঞ্চম: গীতাএলএলবি (৬.৮)
ষষ্ঠ: রাঙ্গামতি তীরন্দাজ (৬.২)
সপ্তম: মিত্তির বাড়ি (৬.০)
অষ্টম: উড়ান (৫.৭)
নবম: গৃহপ্রবেশ (৫.৫)
দশম: আনন্দী (৫.৩)
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন কমলা কই
Image source-Google