সোমবার গোটা রাজ্যে আইনজীবীরা কর্মবিরতি (Lawyers Strike) পালন করবেন বলে ঘোষণা করা হয়েছিল, তবে রাজ্য বার কাউন্সিল সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে। ফলে, হাই কোর্ট (Calcutta High Court) এবং অন্যান্য আদালতে সোমবার স্বাভাবিক কার্যক্রম চলবে এবং আইনজীবীরা মামলার শুনানিতে অংশগ্রহণ করবেন।
গত শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের নতুন অ্যাডভোকেট সংশোধনী বিলের প্রতিবাদে কলকাতা হাই কোর্টসহ রাজ্যের সব আদালতে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রবিবার রাজ্য বার কাউন্সিলের এক জরুরি বৈঠকে সেই সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানানো হয়েছে।
বিসিআই (বার কাউন্সিল অফ ইন্ডিয়া)-এর অনুরোধে আইনজীবীরা পেন ডাউন আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, ১৯৬১ সালের অ্যাডভোকেটস অ্যাক্টের সংশোধনী হিসেবে অ্যাডভোকেটস অ্যামেন্ডমেন্টস বিল ২০২৫ খুব শিগগিরই সংসদে পেশ হতে চলেছে। এই বিল নিয়ে আইনজীবীদের মধ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। খসড়া বিল অনুযায়ী, আইনজীবীদের এককভাবে বা সংগঠনের মাধ্যমে কর্মবিরতির ডাক দেওয়া যাবে না। কোন আন্দোলন বা দাবি বা আদালত বয়কটের মাধ্যমে বিচার ব্যবস্থার ক্ষতি করা যাবে না, এমন বিধি রাখা হয়েছে নতুন সংশোধনীতে।
আরও পড়ুন:CPIM: বাঙালির রাজনীতি নতুন রূপে, সিপিএমের রাজ্য সম্মেলনে বড় পরিবর্তন