বাংলা মিডিয়ামে লেখাপড়া নিয়ে আরজে অয়ন্তিকার বক্তব্য এখনও ভুলতে পারেনি সাধারণ মানুষ। তবে এবার বাংলা সিরিয়াল নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বাংলার ‘কনট্রোভার্সি কুইন’। অয়ন্তিকা (RJ Ayantika) দাবি করলেন, বর্তমানে বাংলা সিরিয়ালের নায়িকাদের সবাইকেই নাকি দেখতে তাঁর একরকম লাগে। বলে বসলেন, ‘ওটা ফুলকি, এটা চড়কি, এটা ওই, এটা সেই, আমার পক্ষে চেনা সম্ভব নয়’।

ছোট থেকে পশুপ্রেমী আরজে অয়ন্তিকা (RJ Ayantika)। তাই পশুদের খাবার জোগানোর পয়সা সংগ্রহ করতেই সিরিয়াল জগতে পা দিয়েছিলেন তিনি। নাচ করতেন তিনি। আর সেখান থেকেই ডাক পেয়েছিলেন বাংলা সিরিয়ালে। নিজের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন, ‘এক যে আছে কন্যা, আকাশ বাংলায় হত, আমি প্রোটাগনিস্ট ছিলাম। আমার বর ছিলেন কৌশিক সেন। তখনই কৌশিক সেনের ৩-৪টে বউ ছিল। আমি ছিলাম এমন বউ, যে সারাদিন ঝি সেজে থাকত। সবাই খারাপ ব্যবহার করছে। আমি তখন শুধু ভাবতাম যে, এসব যদি আমার সঙ্গে রিয়েল লাইফে হত, আমি তো জ্বালিয়ে ছেড়ে দিতাম। এত গ্লিসারিন নিয়ে কাঁদতে হয়েছিল যে, শেষমেশ আমাকে চোখে আইড্রপ নিতে হত (চোখের সমস্যার কারণে)।’

আরও পড়ুন: West Bengal BJP:নিয়োগ দুর্নীতিতে বিদ্ধ শুভেন্দুর ভাই!আইনি নোটিস পেয়ে পোস্ট মুছেই দিলেন জগন্নাথ

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *