কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে, যেখানে টানা পাঁচদিনে ১৭৫ জন রোগীর গলব্লাডার অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এই অপারেশনগুলির সবগুলোই সফল হয়েছে এবং এর পেছনে রয়েছে ১৫ জন দক্ষ চিকিৎসকের একত্রিত প্রচেষ্টা। রাজ্যের এবং দেশের ইতিহাসে এমন ঘটনা বিরল। সরকারি হাসপাতালের এই চমকপ্রদ সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), যিনি হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, “আমাদের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম (SSKM) এক নতুন মাইলফলক তৈরি করেছে। গত পাঁচ দিনে সফলভাবে ১৭৫টি গলব্লাডার অপারেশন করা হয়েছে।” তিনি আরও বলেন, “এটি একটি বিশেষ উদ্যোগ, যেখানে দ্রুততার সঙ্গে গলব্লাডার রোগীদের অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং এটি প্রমাণিত হয়েছে যে, যদি চিকিৎসকরা একসঙ্গে নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করেন, তা হলে অসম্ভব কিছু নেই!”

এছাড়া, তিনি জানান যে, সোমবার থেকে শুক্রবারের মধ্যে আরও ৩৯০টি বড় অপারেশন সম্পন্ন করা হয়েছে, যা এই বিশেষ উদ্যোগের বাইরে। মুখ্যমন্ত্রী জানান, “দেশের অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যের চিকিৎসা ব্যবস্থা অনেক এগিয়ে, আর এই নতুন রেকর্ড তার প্রমাণ।” তিনি আহ্বান জানিয়ে বলেছেন, দেশের অন্যান্য হাসপাতালগুলিও যেন এই মডেল অনুসরণ করে এবং রোগীদের দ্রুত চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করতে ‘মিশন মোড’ উদ্যোগ নেয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে, রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং নির্দিষ্ট সীমার মধ্যে অস্ত্রোপচার করার চাপের মধ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একাধিক চিকিৎসক একত্রিত হয়ে একাধিক অপারেশন করার সিদ্ধান্ত নেন। সরকারি হাসপাতালের এই উদ্যোগের প্রশংসা করেছেন রোগী এবং তাঁদের পরিবারের সদস্যরা। তাঁদের মতে, এসএসকেএম হাসপাতাল এমন উদ্যোগের মাধ্যমে প্রমাণ করেছে যে, সরকারি হাসপাতালেও উন্নতমানের চিকিৎসা সেবা পাওয়া যায়।

আরও পড়ুন:Kolkata: অস্ত্র দেখিয়ে লুঠ সোনার গয়না

By Sk Rahul

Senior Editor of Newz24hours