“১৬ লক্ষ ডুপ্লিকেট ভোটার আমরা ধরেছি” এবার এমনই বিস্ফোরকমূলক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন।আর সেই নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বিশেষ নজর রাখতে চলেছে রাজ্যের শাসকদল।বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অভিযোগ করে বলেন,-নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে ২৬ সালে বিজেপি বাংলা দখলের ছক কষছে।তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথায়, মুখ্যমন্ত্রী দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন এমন মন্তব্য করে।

এদিন দিল্লির উদ্দেশে রওনা দেন শুভেন্দু অধিকারী। তার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন,-“মুখ্যমন্ত্রী দায়িত্বজ্ঞানহীনভাবে একথা বলেছেন। ইলেক্টোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে!জেলাশাসক!তাহলে মাননীয়া এমন কথা কি করে বললেন!শুনুন ১৬ লক্ষ ডুপ্লিকেট ভোটার আমরা ধরেছি।বিধানসভার আগে ডিলিট করাব!আগামী বিধানসভায় এসব কারচুপি আর চলবে না।”

উল্লেখ্য,বুধবার মুখ্যমন্ত্রী দিল্লি বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের জয়ের প্রসঙ্গ, টেনে এনেছিলেন মহারাষ্ট্রের কথা। বলেছিলেন,-“মহারাষ্ট্রে ৪০ লাখ ভোটার বাড়ল কী করে!আর দিল্লিতে আপনারা কী করেছিলেন!একদিন না একদিন তো বেরোবেই।শুনুন অঙ্কটা কেউ দেরিতে কষে,কেউ আগে কষে।আমরা অঙ্কটা কষে দেখে নিয়েছি।একদিন না একদিন সত্যটা বেরোবেই।”সঙ্গে মমতার মুখে শোনা গিয়েছিল বিজেপি এবং নির্বাচন কমিশনের যোগাযোগের কথাও।মুখ্যমন্ত্রীর সেই কথার সূত্র ধরেই এদিন তাঁকে কার্যত ধুয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এখন দেখার মুখ্যমন্ত্রীর কিংবা তৃণমূলের তরফে পালটা কোনও জবাব পাওয়া যায় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *