রণবীর আল্লাহবাড়িয়া মা বাবার সঙ্গম নিয়ে বিতর্কিত মন্তব্য করতেই বিতর্ক শুরু হয়েছে। এরই মধ্যে কিরণ দত্ত (Kiran Dutta) রণবীর আল্লাহবাড়িয়ার সঙ্গে ছবি পোস্ট করে জানালেন যে Beerbiceps কে চেনেন না তিনি।

এই ছবিটি পোস্ট করে কিরণ (Kiran Dutta) লেখেন, ‘বাংলার সমস্ত নিউজ মিডিয়াকে আমি একেবারেই বলতে চাই এই লোকটাকে আমি চিনিনা, এটা AI ছবি এবং উনি কেন আমাকে ইন্সটাগ্রামে ফলো করে আমি জানি না। এছাড়া এ বিষয়ে আমার আর কোনও মতামত নেই। ধন্যবাদ।’ আর সেটা নিয়েই শুরু হয়েছে বিদ্রুপ।

এক ব্যক্তি লেখেন, ‘সত্যি করে বলো ওর থেকে ২ কোটি টাকা নাওনি?’ আরেকজন লেখেন, ‘এত বড়ো পাল্টিবাজ তো আমার প্রাক্তন প্রেমিকও ছিল না।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘মানছি, এ ধরনের কমেডি করা উচিত হয়নি। যা হয়েছে, ভুল হয়েছে। আমাদের উচিত কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বুঝিয়ে দেওয়া। তবে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে কোনটা নিয়ে কমেডি করা উচিত কোনটা নয় সেটার মাত্রা বোঝা। কিন্তু এটা কি কোনও ন্যাশনাল ইস্যু? এ ধরনের কমেডি শো আমি নিজেও দেখি না। আগে কপিল শর্মা শো দেখতাম কিন্তু সেটাও জঘন্য হয়ে গিয়েছে ওটিটিতে গিয়ে। এই রকম একটা ফালতু বিষয় নিয়ে কোনও ব্রেকিং নিউজ করে?’ চতুর্থ জন লেখেন, ‘কিরণ দত্ত কি ভয় পেল নাকি?’

আরও পড়ুন: WB Budget 2025: রাজ্য বাজেটে গ্রামাঞ্চলে বাড়তি নজর মমতার

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *